You are currently viewing SSC stenographer recruitment 2024:ভ্যাকেন্সি শুনলে চোখ কপালে উঠবে। উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কেন্দ্রীয় সরকারে বিপুল চাকরি।

SSC stenographer recruitment 2024:ভ্যাকেন্সি শুনলে চোখ কপালে উঠবে। উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কেন্দ্রীয় সরকারে বিপুল চাকরি।

আপনি কি কেন্দ্রসরকারের অফিসে চাকরি করার স্বপ্ন দেখেন, তাহলে আপনার জন্য বিশাল সুখবর। বিপুল সংখ্যায় কর্মী নিয়োগের(SSC stenographer recruitment 2024) পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। দু হাজারেরও বেশি চাকুরি প্রার্থীর ভাগ্য খুলবে। রয়েছে মোটা অংকের মাইনে। শূন্যআসনে দরখাস্ত জমা নেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন দপ্তরে স্টেনোগ্রাফার পদে নিয়োগের জন্য পরীক্ষা নিয়ে থাকে স্টাফ সিলেকশন কমিশন। বাছাই করা প্রার্থীদের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পাশাপাশি ভারত সরকারের আওতায় কেন্দ্রীয় মন্ত্রণালয়, সরকারী প্রতিষ্ঠান, দপ্তর ও আঞ্চলিক অফিসগুলিতে নিযুক্ত করা হয়ে থাকে। সেই সূত্রে কমিশন চলতি বছর প্রায় ২০২৪টি শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল। সি ও ডি গ্রেডে সংশ্লিষ্ট পদগুলিতে স্টেনোগ্রাফার পোস্টে কর্মী নিয়োগ করা হবে। গত ২০শে জুলাই থেকে অনলাইনে আবেদন পত্র গ্রহণ করার কাজ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত জমা দিতে পারবে।

SSC stenographer recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা

উল্লেখিত স্টেনোগ্রাফার পদে আবেদনের ক্ষেত্রে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই।পদপ্রার্থীকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই চলবে। তবে যে প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী পাস করেছে সেটি কোন বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের অনুমোদনপ্রাপ্ত হতে হবে। পাশাপাশি পরীক্ষার্থীকে অবশ্যই এদেশে স্থায়ীভাবে বসবাস করতে হবে। প্রয়োজনে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় প্রার্থীদের থেকে নাগরিক শংসাপত্রের নথি চাওয়া হতে পারে।

SSC stenographer recruitment 2024: বয়সসীমা

বিজ্ঞপ্তি মোতাবেক, স্টেনোগ্রাফার ‘গ্রেড সি’ পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩০ ; অন্যদিকে স্টেনোগ্রাফার ‘গ্রেড ডি’ পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। উভয় ক্ষেত্রেই আবেদনকারীদের বয়সের হিসাব কষা হবে ১লা আগস্ট ২০২৪ তারিখের নিরিখে। তবে সংরক্ষিত শ্রেণীভুক্ত প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবে। উল্লেখ্য, অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের ৩ বছর, তপশিলি জাতি/ উপজাতি শ্রেণীদের সর্বাধিক ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধীদের ১০ বছর পর্যন্ত বয়সে ছাড় মিলবে। এছাড়া বিধবা ও ডিভোর্সি মহিলাদেরও বিজ্ঞপ্তি অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমার উপর ছাড় পাওয়া যাবে।

SSC stenographer recruitment 2024: প্রার্থী বাছাই প্রক্রিয়া

দরখাস্তকারীদের মধ্যে থেকে দুটি ধাপে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। প্রথম পর্যায়ে অবজেক্টিভধর্মী প্রশ্নের উপর একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ প্রার্থীদের স্কিল টেস্টের নির্বাচিত করা হবে । স্কিল টেস্ট হবে স্টেনোগ্রাফির উপর। এই পর্যায়ে প্রার্থীর পেশাগত পারফরমেন্স যাচাই করে দেখা হবে। এরপরই বিশিষ্ট ভাগ্যবানরা পাবেন কেন্দ্রীয় সরকারে চাকরির স্বপ্নের চাবিকাঠি।

প্রথম ধাপে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার (SSC stenographer recruitment 2024) উপর থাকবে মোট ২০০ টি MCQ টাইপ প্রশ্ন। বরাদ্দ নম্বর দুশো অর্থাৎ প্রশ্নপিছু ১ নম্বর ধার্য থাকবে। নেগেটিভ মার্কিং অর্থাৎ ভুল উত্তর দেওয়ার জন্য নম্বর হ্রাসের আশঙ্কা আছে। চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর বিয়োজন করা হবে। মোট ২০০ টি প্রশ্নের মধ্যে থেকে সাধারণ জ্ঞানের উপর ৫০টি, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং এর উপর ৫০ টি, এবং ইংরেজি ভাষায় দক্ষতার উপর ১০০ টি প্রশ্ন নির্ধারিত থাকবে। সাধারণ অসংরক্ষিত শ্রেণীভুক্ত প্রার্থীদের শতাংশে নিরিখে কোয়ালিফাইং মাক্স ধার্য করা হয়েছে ৩০, বাকি শ্রেণীদের নিয়ম অনুযায়ী ছাড় আছে। একাধিক শিফটে এই পরীক্ষাটি নেওয়া হবে।

প্রথম ধাপে উত্তীর্ণ হওয়ার পর দ্বিতীয় ধাপে ‘গ্রেড সি’ স্টেনোগ্রাফার পদপ্রার্থীদের মিনিটে ১০০টি হিন্দি অথবা ইংরেজি শব্দ টাইপ করার পারদর্শিতা থাকতে হবে। ‘গ্ৰেড সি’ পদের ক্ষেত্রে শব্দ সংখ্যা রাখা হয়েছে ৮০, উভয় ক্ষেত্রে ১০ মিনিট সময়সীমার মধ্যে পরীক্ষার্থীর টাইপিং টেস্ট নেওয়া হবে। নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রের তরফে উল্লেখিত টেস্ট গ্রহণ করা হবে। নিয়োগকারী সংস্থা শিক্ষার্থীদের পরীক্ষার দিন ও নির্ধারিত সময় অগ্রিম জানিয়ে দেবে।

SSC stenographer recruitment 2024: বেতন কাঠামো

‘গ্রেড সি’ ও ‘গ্রেড ডি’ স্টেনোগ্রাফার পদে নিযুক্ত হওয়ার পর চাকরিপ্রার্থীরা সরকারি কর্মচারী হিসাবে নির্দিষ্ট বেতনক্রম মাফিক বেতন পাবেন। মূল বেতন বা বেসিক পে-এর সাথে ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা মহার্ঘ ভাতা, HRA বা হাউস রেন্ট অ্যালাওয়েন্স, গ্রাচুইটি, প্রভিডেন্ট ফান্ড বা পিএফ সহ আরো অনেক আর্থিক সুযোগ সুবিধা পাওয়া যাবে কেন্দ্রীয় সরকারের তরফে। ‘গ্রেড সি’ ও ‘গ্রেড ডি’ পদে বেতনভুক কর্মচারীরা যথাক্রমে ৯৩০০–৩৪৮০০ ও ৫২০০–২০২০০ এই পে-স্কেল অনুযায়ী এখন পাবেন।SSC stenographer recruitment 2024:আবেদন ফিসংশ্লিষ্ট স্টেনোগ্রাফার পদে আবেদনের ক্ষেত্রে সাধারণ ও অন্যান্য অনগ্রসর শ্রেণীভক্ত প্রার্থীদের আবেদন ফি বাবদ জমা করতে হবে ১০০ টাকা। অন্যান্য সংরক্ষিত শ্রেণীসহ মহিলাদের ফি প্রদানের ক্ষেত্রে অব্যাহতি দেওয়া হয়েছে। অর্থাৎ তারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। একাধিক অনলাইন ইলেকট্রনিক মাধ্যমে পেমেন্ট জমা করা যাবে।

SSC stenographer recruitment 2024: আবেদন করার পদ্ধতি

ক) নাম নথিভুক্তিকরনের জন্য দরখাস্তকারীকে প্রথমে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট যেকোনো ব্রাউজারে ওপেন করতে হবে।

খ) ইন্টারফেসে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করার পর একটি নতুন উইন্ডো ওপেন হবে। একজন নিউ ইউজার হিসাবে এবার আপনি নতুন লিংকটি ট্যাপ করবেন।

গ) এরপর উন্মোচিত স্ক্রিনে নিজের নাম, পিতা মাতার নাম, জন্ম তারিখ, ই-মেইল আইডি, ভ্যালিড মোবাইল নাম্বার ইত্যাদি ইনপুট প্রদান করে সাবমিট বোতাম ক্লিক করলেই সফলভাবে রেজিস্ট্রেশন( SSC stenographer recruitment 2024) করার কাজ সম্পন্ন হবে।

ঘ) পরবর্তী ধাপে রেজিস্ট্রেশন আইডি, পাসওয়ার্ড দ্বারা লগ ইন করার পর আবেদনপত্রের দ্বিতীয় অংশটি পূরণ করুন। পাশাপাশি নিজের একটি ফটো ও সই এর স্ক্যান কপি আপলোড করুন। ছবির সাইজ হতে হবে ৪kb থেকে১২kb এর মধ্যে। সই ১২ kb মধ্যে থাকতে হবে।

ঙ) সবশেষে, আবেদনের জন্য নির্ধারিত আবেদন ফি অনলাইন পেমেন্ট গেটওয়ে মারফত প্রদান করুন। তাহলেই আবেদনপত্র জমা দেওয়ার কাজ সম্পূর্ণ হবে।

SSC stenographer recruitment 2024: গুরুত্বপূর্ণ তারিখ

স্টেনোগ্রাফার পদে কর্মী নিয়োগের উদ্দেশ্যে আবেদন নেওয়ার কাজ শুরু হয়েছে ২৬ শে জুলাই ২০২৪ থেকে। দরখাস্ত জমা করা যাবে ১৭ই আগস্ট ২০২৪ রাত্রি ১১টা পর্যন্ত। ১৮ই আগস্টের মধ্যে নির্ধারিত আবেদনমূল্য জমা করতে হবে। ফরম্ পূরণ ও পেমেন্ট প্রদানে ভুলচুক হয়ে থাকলে আগস্ট মাসের ২৭ ও ২৮ তারিখ তা পুনরায় সংশোধন করতে পারবে আবেদনকারীরা। অক্টোবর ও নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে প্রথম পর্যায়ের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে সংস্থা সূত্রে খবর।

Leave a Reply