You are currently viewing RRB Nursing Superintendent Recruitment 2024: সাতশো’র বেশি শূন্যপদে নার্সিং সুপারিনটেনডেন্ট নিয়োগ করবে ভারতীয় রেল। আবেদন শুরু শীঘ্রই…

RRB Nursing Superintendent Recruitment 2024: সাতশো’র বেশি শূন্যপদে নার্সিং সুপারিনটেনডেন্ট নিয়োগ করবে ভারতীয় রেল। আবেদন শুরু শীঘ্রই…

স্টাফ নার্সের পর এবার নার্সিং সুপারিনটেনডেন্ট পদে ৭১৩ জন প্রার্থী নিয়োগ (RRB Nursing Superintendent Recruitment 2024)করতে চলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারতীয় রেল। এই মর্মে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে। যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন জমা করতে হবে।আবেদন জমা নেওয়ার কাজ শুরু হবে আগস্ট মাসের ১৭ তারিখ থেকে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের যে কোন জেলার প্রার্থীরা সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবে। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। রয়েছে মোটা অংকের বেতন ক্রম। এবার, আবেদনের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতামান, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, বেতনক্রম, ইত্যাদি বিষয়গুলি সবিস্তারে জেনে নেওয়া যাক।

RRB Nursing Superintendent Recruitment 2024: বয়সসীমা

সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম ২০ বছর। বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৪৩ বছর। ১লা জানুয়ারি ২০২৫ এর নিরিখে প্রার্থীর বয়স হিসাব করা হবে। যদি কোন প্রার্থী উক্ত বয়ঃসীমার অন্তর্গত না হয় তাহলে তিনি আবেদনপত্র জমা করতে পারবেন না। যদিও সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণির জন্য বয়সের ঊর্ধ্বসীমায় নির্দিষ্ট ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। অন্যান্য অনগ্রসর শ্রেণীদের ৩ বছর ও তপশিলি জাতি/উপজাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়ঃসীমায় সর্বোচ্চ ৫ বছরের ছাড় মিলবে। এক্স-সার্ভিসম্যান প্রার্থীরাও নিয়ম অনুযায়ী বয়সে ছাড়ের সুবিধা পাবেন।

RRB Nursing Superintendent Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা

নার্সিং সুপারিনটেনডেন্ট পদে আবেদনের ক্ষেত্রে পদপ্রার্থীদের ন্যূনতম কিছু শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি ধার্য করা হয়েছে। সংশ্লিষ্ট যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাই শুধুমাত্র আবেদন করতে পারবে। নার্সিং কোর্সের অন্তর্গত যে সমস্ত শিক্ষার্থী জিএনএম( GNM ) পাঠ্যক্রম সমাপ্ত করেছেন তারা আবেদনযোগ্য। এছাড়াও উক্ত পাঠক্রমের স্নাতক (BSc nursing) এবং স্নাতকোত্তর (MSc nursing) স্তর পাস করেছেন এরকম পড়ুয়ারাও সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবে। তবে উভয় ক্ষেত্রে শিক্ষার্থী যে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাঠ্যক্রম সম্পূর্ণ করেছেন তা কেন্দ্র অথবা সেই রাজ্যের মেডিকেল কাউন্সিল বা বোর্ড দ্বারা স্বীকৃত হতে হবে।

RRB Nursing Superintendent Recruitment 2024: মেডিকেল স্ট্যান্ডার্ড

পদপ্রার্থীদের নিম্নলিখিত দৃষ্টিশক্তিজনিত মেডিকেল স্ট্যান্ডার্ডগুলি ফুলফিল করতে হবে। চশমা পরে অথবা চশমা ছাড়া দূরবর্তী দৃষ্টির ক্ষেত্রে মেডিকেল স্ট্যান্ডার্ড ধার্য করা হয়েছে ৬/১২ ও ৬/১৮; অন্যদিকে নিকটবর্তী দৃষ্টিশক্তি জনিত স্ট্যান্ডার্ড রাখা হয়েছে Sn: ০.৬, ০.৬ ; চশমাসহ অথবা চশমাছাড়া কোন কিছু পড়ার ক্ষেত্রে অথবা চোখের খুব কাছাকাছি জিনিসের উপর কাজ করার ক্ষেত্রে উল্লিখিত দৃষ্টিশক্তিজনিত মাপকাঠি থাকা প্রয়োজন।

RRB Nursing Superintendent Recruitment 2024: প্রার্থী বাছাই প্রক্রিয়া

অগণিত আবেদনের মধ্যে থেকে নির্দিষ্ট শূন্য পদে যোগ্য প্রার্থী বাছাই করে নিতে নিয়োগকারী পর্ষদ দুটি পর্যায় অবলম্বন করবে। প্রার্থী বাছাইয়ের প্রথম পর্যায়ে একটি কম্পিউটার ভিত্তিক (CBT) অবজেক্টিভ ধর্মী পরীক্ষা গ্রহণ করা হবে। প্রথম ধাপে সফলভাবে উত্তীর্ণ প্রার্থীদের নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইয়ের পর শর্ট লিস্টেড প্রার্থীদের নিয়ে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে । মেধা তালিকায় ঠাঁই পাওয়া সৌভাগ্যবান প্রার্থীদের নিয়োগপত্র প্রদানের পর চাকুরী পদে নিযুক্ত করা হবে।

প্রথম পর্যায়ে পরীক্ষা: প্রথম ধাপে কম্পিউটার ভিত্তিক MCQ type পরীক্ষায় মোট ১০০ টি প্রশ্ন রাখা হবে। বরাদ্দ নম্বর ১০০ ; অর্থাৎ প্রশ্ন পিছু ১ নম্বর ধার্য থাকবে। পরীক্ষার সময়সীমা রাখা হবে ৯০ থেকে ১২০ মিনিট। তবে নেগেটিভ মার্কিং নিয়ম প্রযোজ্য থাকছে অর্থাৎ ভুল উত্তর দিলে নম্বর কেটে নেওয়া হবে। সংশ্লিষ্ট পরীক্ষায় তিনটি ভুল উত্তরের জন্য প্রার্থীর প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর বিয়োজন করা হবে।। ১০০ টি প্রশ্নের মধ্যে থেকে সাধারণ বিজ্ঞানের উপর থাকবে ১০টি প্রশ্ন, পেশাগত দক্ষতার উপর ৭০ টি প্রশ্ন, পাটিগণিত /জেনারেল ইন্টেলিজেন্স/ রিজনিং থেকে ১০টি প্রশ্ন ও সাধারণ জ্ঞানের উপর ১০ টি প্রশ্ন রাখা হবে।

RRB Nursing Superintendent Recruitment 2024:আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে গিয়ে প্রার্থীদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। তাই তাদের সুবিধার্থে আবেদন জমা করার প্রক্রিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত নিম্নে স্টেপ বাই স্টেপ দেখানো হলো:-

১) প্রথমে যেকোনো ওয়েব ব্রাউজার মারফত নিয়োগকারী সংস্থা তথা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে।

২) সাইটটি ওপেন হলে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সংশ্লিষ্ট লিংকটি স্ক্রীন থেকে খুঁজে বের করুন ও লিংকটিতে ক্লিক করুন।

৩) ক্লিক করার পর সম্পূর্ণ আবেদন পত্রটি প্রার্থীর সামনে উন্মোচন হবে। সেখানে নিজের নাম, ভ্যালিড মোবাইল নম্বর, বয়স, শিক্ষাগত যোগ্যতা, ইত্যাদি প্রয়োজনীয় ইনপুটগুলি যথাস্থানে প্রদান করুন।

৪) এরপর প্রার্থীর নিজের একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ফটো ও সই এর স্ক্যান কপি কম্পিউটার মারফত আপলোড করুন।

৫) আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ হল কিনা তা যাচাই করার জন্য আবেদন পত্রের ‘প্রিভিউ’ চেক করুন।

৬) উপরের কাজগুলি হয়ে গেলে, সবশেষে আবেদন পত্রের জন্য নির্ধারিত আবেদন ফি অনলাইনে জমা করুন। তাহলেই আপনার আবেদন জমা করার কাজটি সফলভাবে সম্পূর্ণ হবে।

RRB Nursing Superintendent Recruitment 2024: নির্ধারিত আবেদন ফি

সংশ্লিষ্ট পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনপত্র পূরণ করার সাথে সাথে পর্ষদ কর্তৃক নির্ধারিত আবেদন ফি প্রদান করতে হবে। নতুবা আবেদন পত্রটি বাতিল বলে গণ্য হবে। ক্যাটেগরি অনুযায়ী প্রার্থীদের আবেদন মূল্য বিভিন্ন। সাধারণ ও OBC ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি হিসেবে জমা করতে হবে ৫০০ টাকা। অন্যদিকে সংরক্ষিত শ্রেণীর অন্তর্গত তপশিলি জাতি/ উপজাতিভুক্ত ও শারীরিকভাবে অক্ষম প্রার্থীদের ক্ষেত্রে আবেদন মূল্য বাবদ দিতে হবে ২৫০ টাকা। অফলাইনে আবেদন মূল্য গ্রহণ করা হবে না। শুধুমাত্র অনলাইনে উল্লিখিত ফি জমা করতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং সহ অন্যান্য যেকোনো অনলাইন পেমেন্ট গেটওয়ে মারফত আবেদন ফি প্রদান করা যাবে।

RRB Nursing Superintendent Recruitment 2024: গুরুত্বপূর্ণ তারিখ সমূহ

বিজ্ঞপ্তি মোতাবেক আগ্রহী প্রার্থীদের থেকে আবেদনপত্র গ্রহণ করার কাজ শুরু হবে আগস্ট মাসের ১৭ তারিখ থেকে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৬ই সেপ্টেম্বর ২০২৪ ; ওইদিনের মধ্যেই প্রার্থীকে নির্ধারিত আবেদনমূল্য প্রদান করতে হবে। অন্যথায় আবেদন পত্রটি বাতিল বলে বিবেচিত হবে।

RRB Nursing Superintendent Recruitment 2024: বেতনক্রম

সংশ্লিষ্ট পদে নিযুক্ত হওয়ার পর একজন চাকুরীজীবী হিসাবে সরকারি নিয়মানুযায়ী প্রার্থীরা প্রতি মাসে বেতন পাবেন। মূল বেতন বা বেসিক পে-এর সাথে যুক্ত হবে মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া বাবদ ভাতা বা HRA, যাতায়াত ভাতা, গ্রাচুইটি , প্রভিডেন্ট ফান্ড বা পিএফ সহ সরকারপ্রদত্ত আরো অনেক আর্থিক সুযোগ-সুবিধা। চাকুরীর প্রারম্ভে একজন প্রার্থী বেতন বাবদ প্রতিমাসে ৪৪, ৯০০ টাকা হাতে পাবে।

Leave a Reply