চাকুরীপ্রার্থীদের জন্য সুখবর। দীর্ঘদিন পর বিপুল সংখ্যায় কর্মী নিয়োগে উদ্যোগী হল রাষ্ট্রায়ত্ত স্বয়ংশাসিত সংস্থা ভারতীয় রেল। একাধিক পদে মোট ৭৯৫১ টি শূন্য আসনে প্রার্থী নিয়োগ করবে সংস্থা (RRB JE Recruitment 2024)। সেই মর্মে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করল রেল মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন নিয়োগকারী সংস্থা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)। পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন প্রান্তের ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি অথবা বিজ্ঞান শাখার ছাত্র-ছাত্রীরা উল্লিখিত পদে আবেদন করতে পারবে। রয়েছে মোটা অংকের বেতন। আগ্রহী প্রার্থীদের তরফে ইতিমধ্যেই দরখাস্ত গ্রহণ করার কাজ শুরু হয়েছে। এবার চলুন, উক্ত পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা, বয়স, নিয়োগ পদ্ধতি, বেতন কাঠামো ইত্যাদি খুঁটিনাটি বিষয়গুলি সবিস্তারে দেখে নেওয়া যাক।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) কেন্দ্রীয় সরকারের আওতায় রেলমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন একটি নিয়োগকারী সংস্থা। রেল ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা লক্ষ্যে সময় সময়ে চাহিদা অনুযায়ী রেলের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ করে থাকে রেল নিয়োগ পর্ষদ। গ্রুপ সি/ গ্রুপ ডি-এর পাশাপাশি ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি বিভাগে যোগ্য প্রার্থীদের নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা।
RRB JE Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা
প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক পদ অনুযায়ী প্রার্থীর বিভিন্ন যোগ্যতামান ধার্য করা হয়েছে। যেমন, জুনিয়ার ইঞ্জিনিয়ার ও মেটারিয়াল সুপারিনটেনডেন্ট পদে আবেদনের ক্ষেত্রে চাকরি প্রার্থীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা অথবা স্নাতক পাস হতে হবে। অন্যদিকে জুনিয়র ইঞ্জিনিয়ার (তথ্যপ্রযুক্তি) পদের জন্য প্রার্থীকে কম্পিউটার বিষয়ে স্নাতক অথবা সমতল যোগ্যতার অধিকারী হতে হবে। শুধুমাত্র কেমিক্যাল ও মেটালার্জিক্যাল পদের ক্ষেত্রে শিক্ষার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫৫ শতাংশ নম্বর সহ পদার্থবিদ্যা অথবা রসায়ন শাস্ত্রে স্নাতক হওয়া বাঞ্ছনীয়।
RRB JE Recruitment 2024: বয়স সীমা
উল্লিখিত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর। বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩৩, সংরক্ষিত শ্রেণীভুক্ত চাকুরীপ্রার্থীরা সরকারি নিয়ম মোতাবেক বয়সে ছাড় পাবেন। অন্যান্য অনগ্রসর শ্রেণী ও তপশিলি জাতি/ উপজাতি শ্রেণীদের বয়সের ঊর্ধ্বসীমার ওপর যথাক্রমে ৩ বছর ও ৫ বছরের ছাড় মিলবে। শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের বিজ্ঞপ্তি মোতাবেক বয়সে নির্দিষ্ট ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

RRB JE Recruitment 2024: নিয়োগ পদ্ধতি
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে মোট চারটি ধাপে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। প্রথম ও দ্বিতীয় পর্বে দুটি কম্পিউটার ভিত্তিক(CBT) পৃথক পৃথক অবজেক্টিভ ধর্মী( MCQ type) পরীক্ষা নেওয়া হবে। উভয় পর্বে সফলভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের তৃতীয় ধাপে নথিপত্র যাচাই করে দেখা হবে। এরপর চতুর্থ ধাপে ডাক্তারি পরীক্ষার কাজ মিটে যাওয়ার পর চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে।
প্রথম পর্ব(CBT-1): এই পর্বে থাকবে ১০০টি MCQ type প্রশ্ন। বরাদ্দ নম্বর ১০০ অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর ধার্য থাকবে। পরীক্ষার সময়সীমা ৯০ মিনিট। ১০০ টি অবজেক্টিভ ধর্মী প্রশ্নের মধ্যে থেকে গণিতের উপর থাকবে ৩০ টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং-এ ২৫ টি, সাধারণ জ্ঞানের উপর ১৫ টি ও জেনারেল সায়েন্সের উপর ৩০ টি প্রশ্ন থাকবে।
দ্বিতীয় পর্ব (CBT-2): প্রথম পর্যায়ে সফলভাবে উত্তীর্ণ প্রার্থীরাই দ্বিতীয় পর্বের পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করবে। এই পর্বে ১৫০ টি অবজেক্টিভ ধর্মী প্রশ্নের জন্য বরাদ্দ নাম্বার থাকবে ১৫০, নির্ধারিত সময়সীমা ১২০ মিনিট। প্রশ্নের বিভাগ অনুযায়ী এই পর্যায়ে সাধারণজ্ঞানের উপর ১৫ টি, পদার্থবিদ্যা ও রসায়ন বিভাগ থেকে ১৫ টি প্রশ্ন, বেসিক কম্পিউটার বিষয়ের ওপর ১০টি প্রশ্ন, পরিবেশ বিজ্ঞান শাখায় ১০টি ও শিক্ষার্থীর টেকনিক্যাল পারদর্শিতার ওপর ১০০ টি প্রশ্ন রাখা হবে।
উভয় পর্বে নেগেটিভ মার্কিং বলবৎ থাকবে। তিনটি ভুল উত্তরের জন্য ১ নম্বর বিয়োজন করা হবে।
কাট অফ মার্কস: উভয় পর্যায়ের পরীক্ষায় কাট অফ মার্কস ধার্য করা হয়েছে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৪০% , OBC দের জন্য ৩০% ও SC/ST প্রার্থীদের ক্ষেত্রে ২৫%
RRB JE Recruitment 2024: আবেদন পদ্ধতি
সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগের জন্য দরখাস্ত নেওয়ার কাজ শুরু হয়েছে গত ৩০ শে জুলাই ২০২৪ তারিখ থেকে। ইচ্ছুক প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা করতে পারবে। কিভাবে আবেদন করবেন —
ক) প্রথমে যেকোনো ওয়েব ব্রাউজার মারফৎ RRB অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকার পর নিজের পছন্দের জোন অনুযায়ী অনলাইন আবেদন পত্র বাছাই করুন।
খ) এরপর ‘RRB JE Apply’ ট্যাবে ক্লিক করুন। সাথে সাথে রেজিস্ট্রেশন করার জন্য নির্দিষ্ট লিংক সামনে আসবে। স্ক্রীনে ‘new registration link’ ক্লিক করুন।
গ) রেজিস্ট্রেশন ফর্মে নির্ধারিত জায়গায় নিজের নাম, ফোন নম্বর, ঠিকানা, ইমেল আইডি প্রদান করার পর প্রদত্ত ই-মেল আইডি অথবা মোবাইল নাম্বরে লগইন করার যাবতীয় তথ্য প্রেরিত হবে।
ঘ) লগইন করার পর নির্ধারিত ফর্মে প্রার্থীর বয়স, লিঙ্গ, ক্যাটেগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি ইনপুটগুলি প্রদান করার পর নিজের ছবি ও সই-এর স্ক্যান কপি আপলোড করতে হবে।
ঙ) সবশেষে, পর্ষদ নির্ধারিত আবেদনমূল্য প্রদান করলেই আবেদনপত্র জমা দেওয়ার কাজ সম্পন্ন হবে।
RRB JE Recruitment 2024: আবেদন মূল্য
অসংরক্ষিত শ্রেণীর চাকুরীপ্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি হিসাবে ধার্য করা হয়েছে ৫০০ টাকা । অন্যদিকে সংরক্ষিত শ্রেণীর অন্তর্ভুক্ত তপশিলি জাতি/উপজাতি, সংখ্যালঘু ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের আবেদনমূল্য বাবদ ২৫০ টাকা প্রদান করতে হবে। বিভিন্ন অনলাইন পেমেন্ট গেটওয়ে মারফত নির্ধারিত আবেদন ফি জমা করা যাবে।
RRB JE Recruitment 2024: বেতন কাঠামো
চূড়ান্ত মেধাতালিকায় ঠাঁই পাওয়া প্রার্থীদের রেলের বিভিন্ন দপ্তরে সংশ্লিষ্ট পদে স্থলাভিষিক্ত করা হবে। পদমর্যাদা অনুযায়ী সরকারি নিয়ম মোতাবেক মিলবে বেতন। মূলবেতন বা বেসিক পে-র সাথে মহার্ঘ ভাতা, HRA, গ্রাচুইটি, প্রভিডেন্ট ফান্ড বা পিএফ সহ আরো অনেক আর্থিক সুযোগ-সুবিধা পাওয়া যাবে। কেমিক্যাল সুপারভাইজার, মেটালার্জিক্যাল সুপারভাইজার পদগুলির ক্ষেত্রে প্রারম্ভিক বেতনক্রম ধার্য করা হয়েছে ৪৪,৯০০ টাকা। অন্যদিকে জুনিয়ার ইঞ্জিনিয়ারদের চাকরির শুরুতে ৩৫,৪০০ টাকা বেতনবাবদ দেওয়া হবে।