You are currently viewing IOCL Recruitment 2024: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে বিপুল সংখ্যায় নিয়োগ। কারা কারা আবেদন করতে পারবেন। বিস্তারিত জেনে নিন…

IOCL Recruitment 2024: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে বিপুল সংখ্যায় নিয়োগ। কারা কারা আবেদন করতে পারবেন। বিস্তারিত জেনে নিন…

IOCL Recruitment 2024: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড সম্প্রতি তাদের অভ্যন্তরীণ শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল। দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত কোম্পানী অধীনস্থ রেফিনারী ও পাইপলাইন শাখায় যোগ্য তরুণ/ তরুণীদের নিযুক্ত করা হবে। বয়স হতে হবে ১৮ থেকে ২৬ বছরের মধ্যে। এজন্য সংস্থার তরফে আগ্রহীদের থেকে আবেদন পত্র গ্রহণ করা হচ্ছে। মাত্র ৩-৪ মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে কোম্পানি মারফত খবর। সেই সূত্রে গত ২২ শে জুলাই ২০২৪ তারিখ থেকে অনলাইনে দরখাস্ত নেওয়ার কাজ শুরু হয়েছে।

প্রসঙ্গত, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ভারত সরকারের পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রকের আওতাধীন একটি স্বনামধন্য বহুজাতিক সংস্থা যা Fortune 500 কোম্পানিগুলির মধ্যে পরে। ভারতের বাইরে অন্যান্য দেশেও কোম্পানির ব্যবসা সম্প্রসারিত। তরল জ্বালানির পাশাপাশি গ্যাস, পেট্রোকেমিক্যাল ও বিকল্প শক্তি উৎপাদনে IOCL দীর্ঘদিন দক্ষতার সাথে কাজ করে চলেছে। পশ্চিমবঙ্গের হলদিয়া ছাড়াও গুয়াহাটি, বারাওনি, গুজরাট, মথুরা, পানিপথ ডিগবয়, বনগাঁইগাঁও ও উড়িষ্যার পারাদ্বীপে কোম্পানির রিফাইনারি এবং পাইপলাইন ডিভিশন সেন্টার গুলি বর্তমান। (IOCL Recruitment 2024) বাছাই করা প্রার্থীদের সংস্থার উল্লিখিত ব্রাঞ্চগুলিতে আসন সংখ্যা অনুযায়ী পোস্টিং দেওয়া হবে। মোট শূন্যপদ ধার্য করা হয়েছে ৪৬৭ টি

IOCL Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের শূন্যপদগুলিতে নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাই আবেদন করতে পারবে। অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। পদ অনুযায়ী (IOCL Recruitment 2024) যোগ্যতামানের মাপকাঠি বিভিন্নরকম। প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক অধিকাংশ পদগুলির ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং শাখায় তিন বছরের ডিপ্লোমাধারী প্রার্থীরাই আবেদনযোগ্য। তবে বিজ্ঞান শাখার পড়ুয়ারাও আবেদন করতে পারবে। সেক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গনিত, পদার্থবিদ্যা অথবা রসায়নবিদ্যায় ৫০ শতাংশ নম্বর সহ স্নাতকপাস হওয়া জরুরী। সংরক্ষিত শ্রেণীভুক্তরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবে।

IOCL Recruitment 2024: গুরুত্বপূর্ণ তারিখ

শূন্য পদে আসনসংখ্যা পূরণের উদ্দেশ্যে সংশ্লিষ্ট নিয়োগকর্তা সংস্থা বিজ্ঞপ্তি জারি করার পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখগুলিও ইতিমধ্যেই সামনে এনেছে। আবেদন পত্র গ্রহণ করার কাজ শুরু হয়েছে ২২ শে জুলাই ২০২৪ তারিখে। এই প্রক্রিয়া চলবে ২১শে আগস্ট ২০২৪ পর্যন্ত। ওইদিনের মধ্যেই নির্ধারিত আবেদন ফি প্রদান করে দিতে হবে। ১০ই সেপ্টেম্বর ২০২৪( সম্ভাব্য) তারিখ থেকে প্রার্থীরা পরীক্ষার (IOCL Recruitment 2024) জন্য সংশ্লিষ্ট অ্যাডমিট কার্ড সংস্থার ওয়েবসাইট মারফত ডাউনলোড করতে পারবেন। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে পরীক্ষার দিন ধার্য করা হতে পারে ও অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে বলে কোম্পানিসূত্রে খবর।

IOCL Recruitment 2024: প্রার্থী বাছাই প্রক্রিয়া

উক্ত নিয়োগ প্রক্রিয়ায় দুটি ধাপে প্রার্থী বাছাই পর্ব সম্পন্ন করা হবে। প্রারম্ভে কম্পিউটার ভিত্তিক একটি MCQ পরীক্ষা গ্রহণ করা হবে। নির্ধারিত নম্বর ১০০ ; মোট প্রশ্ন সংখ্যা থাকবে ১০০টি। প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে। তবে ভুল উত্তরের জন্য কোন নম্বর বিয়োজন করা হবে না। অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে কোয়ালিফাইং মার্কস ধার্য করা হয়েছে ৪০ এবং সংরক্ষিত শ্রেণীভুক্তরা ৩৫ পেলেই পরীক্ষায় পাস করবেন। উক্ত পরীক্ষায়(IOCL Recruitment 2024 )সফল প্রার্থীরা পরবর্তী ধাপে অংশগ্রহণ করতে পারবে। দ্বিতীয় পর্বে প্রার্থীর দক্ষতা, পারদর্শিতা, শারীরিক সক্ষমতা ইত্যাদি বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে নেওয়া হবে। দ্বিতীয় ধাপ উৎরাতে পারলেই মেধা তালিকায় পাকাপাকিভাবে ঠাঁই পাবে ভাগ্যবান প্রার্থীরা।

IOCL Recruitment 2024: স্যালারি কত

চূড়ান্ত বাছাই করা প্রার্থীদের দেশের প্রান্তে সংস্থার বিভিন্ন শাখায় নিযুক্ত করা হবে। স্থায়ী কর্মী হিসাবে কোম্পানির নিয়ম মোতাবেক বেসিক স্যালারির উপর যুক্ত হবে HRA( Housing Rent Allowance), মেডিকেল ভাতা, প্রডাক্টিভিটি ইন্সেন্টিভ, গ্রাচুইটি, প্রভিডেন্ট ফান্ডসহ আরো অন্যান্য সুযোগ সুবিধা। বিভিন্ন পদ অনুযায়ী বেতনক্রম সর্বনিম্ন ২৫০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০৫০০০ (এক লক্ষ পাঁচ হাজার) টাকা ধার্যকৃত আছে।

IOCL Recruitment 2024: আবেদন ফি

সংশ্লিষ্ট পদে দরখাস্তের জন্য আবেদনপত্র পূরণ করার পর প্রার্থীকে নির্ধারিত আবেদন মূল্য প্রদান করতে হবে। নতুবা আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। জেনারেল, EWS ও অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের(OBC) আবেদন ফি হিসাবে ৩০০ টাকা জমা করতে হবে। তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও অন্যভাবে সক্ষম(PwBD) প্রার্থীদের কি প্রদানের ক্ষেত্রে রেহাই দেওয়া হয়েছে অর্থাৎ তারা বিনামূল্যে আবেদনপত্র জমা করতে পারবেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং এর পাশাপাশি অন্যান্য অনলাইন পেমেন্ট গেটওয়ের দ্বারা আবেদনমূল্য প্রদান করা যাবে। বিস্তারিত তথ্য জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

Leave a Reply