You are currently viewing Calcutta High Court LDA Recruitment 2024: বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর। শুধুমাত্র উচ্চমাধ্যমিক যোগ্যতায় কলকাতা হাইকোর্টে চাকরির সুবর্ণ সুযোগ।

Calcutta High Court LDA Recruitment 2024: বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর। শুধুমাত্র উচ্চমাধ্যমিক যোগ্যতায় কলকাতা হাইকোর্টে চাকরির সুবর্ণ সুযোগ।

আদালতের কাজকর্মের সাথে সম্পৃক্ত হতে ভালোবাসেন? তাহলে আপনার জন্য সুখবর… খুব শীঘ্রই চাকুরী প্রার্থীদের কাছে কলকাতা হাইকোর্টে কাজের দরজা উন্মোচিত হতে চলেছে। প্রায় ২৯১টি শূন্যপদে পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের নিয়োগ পত্র প্রদান করবে রাজ্যের সর্বোচ্চ আদালত (Calcutta High Court LDA Recruitment 2024)। এই মর্মে সম্প্রতি হাইকোর্টের তরফে সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিয়োগ হবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে। আগ্রহী প্রার্থীদের থেকে আবেদন পত্র গ্রহণের কাজ শুরু হবে শীঘ্রই।

রাজ্যের শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টে অভ্যন্তরীণ প্রশাসনিক কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত কর্মীর প্রয়োজন। দেওয়ানী/ ফৌজদারী মামলা সহ অন্যান্য আইন সংক্রান্ত কাজকর্মের দ্রুত নিষ্পত্তি প্রদানের বিষয়গুলি নির্ভর করে সংশ্লিষ্ট কর্মীদের কর্মদক্ষতার ওপর। দীর্ঘসূত্রিতা কমিয়ে মামলার সুফল যাতে সাধারণমানুষ সময়ে ভোগ করতে পারে, সেই মানবিক দিক তুলে ধরতে কলকাতা হাইকোর্ট আবারো কর্মী নিয়োগের পথে পা বাড়ালো। প্রার্থীর যোগ্যতামান কি ধার্য করা হয়েছে? আবেদন কিভাবে করা যাবে? প্রার্থী বাছাই কিভাবে করা হবে? ইত্যাদি নিয়োগ সংক্রান্ত ইত্যাদি যাবতীয় তথ্য বিশদে জানতে আমাদের আজকের প্রতিবেদনটি পড়ুন।

Calcutta High Court LDA Recruitment 2024: প্রার্থীর বয়স

উল্লিখিত শূন্যপদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর। তবে চল্লিশোর্ধ্ব ব্যক্তিরা এই পদে আবেদন করতে পারবে না। ১লা জানুয়ারি ২০২৪ কে ভিত্তি তারিখ ধরে প্রার্থীদের বয়সের নিম্ন ও উর্ধ্বসীমা হিসাব কষা হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমার ওপর সরকারি নিয়ম মোতাবেক ছাড় পাবে। অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের ৩ বছর, তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের সর্বোচ্চ ৫ বছর ও শারীরিকভাবে অক্ষম প্রার্থীদের 45 বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বয়সের প্রমাণস্বরূপ শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান প্রদত্ত সমতুল শংসাপত্র যাচাই করা হবে।

Calcutta High Court LDA Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা

সংশ্লিষ্ট পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে উচ্চতর শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র উচ্চমাধ্যমিক বা তার সমতুল পরীক্ষায় পাস হলেই চলবে। তবে যে প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী পাস করেছে সেটি বোর্ড অথবা কাউন্সিল দ্বারা স্বীকৃত হওয়া আবশ্যিক। পাশাপাশি প্রার্থীকে বাংলা ভাষায় বিশেষভাবে পারদর্শী হতে হবে।

Calcutta High Court LDA Recruitment 2024

Calcutta High Court LDA Recruitment 2024: প্রার্থী বাছাই প্রক্রিয়া

লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টের তরফে তিনটি পর্যায়ে যোগ্য প্রার্থী বাছাই করে নেওয়া হবে। প্রথম পর্যায়ে থাকবে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট, এই ধাপে উত্তীর্ণ প্রার্থীদের আরেকটি লিখিত পরীক্ষায় বসতে হবে। এরপর হবে ইন্টারভিউ ইন্টারভিউয়ে সফল প্রার্থীদের নিয়ে মেধা তালিকা প্রকাশ করা হবে। নিয়োগপত্র হাতে পাওয়ার পর প্রার্থীরা সংশ্লিষ্ট শূন্যপদে যোগদান করতে পারবে।

প্রথম পর্যায়ের পরীক্ষা: প্রথম ধাপের পরীক্ষায় অবজেক্টিভধর্মী প্রশ্নের ওপর অফলাইনে পরীক্ষা নেওয়া হবে। OMR ধর্মী উত্তরপত্রে পরীক্ষার্থীদের প্রদত্ত প্রশ্নপত্র অনুযায়ী উত্তর দিতে হবে। বিভিন্ন বিষয়ের ওপর শুধুমাত্র ইংরেজি ভাষাতে প্রশ্নপত্র রাখা হবে। পাটিগণিত, জেনারেল ইন্টেলিজেন্স, সাধারণ জ্ঞান ও কম্পিউটার বিষয়ের উপর মোট ১০০টি নির্ধারিত প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর থাকবে ১০০ অর্থাৎ প্রশ্নপিছু ১ নম্বর বরাদ্দ থাকবে। সময়সীমা ধার্য করা হয়েছে ৯০ মিনিট। তবে নেগেটিভ মার্কিং পদ্ধতি কার্যকরী থাকছে অর্থাৎ ভুল উত্তর দিলে নম্বর কেটে নেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী একটি ভুল উত্তরের জন্য এক নম্বর পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর থেকে বিয়োজন করা হবে।প্রথম পর্যায়ের পরীক্ষায় কাট অফ মার্কস ধার্য করা হয়েছে ৫০ শতাংশ।

দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা: দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষার জন্য সময়সীমা ধার্য করা হয়েছে ৩ ঘন্টা। এই পর্বে মোট বরাদ্দ নম্বর থাকবে ৩০০; নম্বর বিভাজন অনুযায়ী পাটিগণিত উপর ১০০ নম্বর, ইংরাজি প্রবন্ধ ও সারাংশ লেখার উপর ১০০ নম্বর ও সাধারণ জ্ঞানের উপর ১০০ নম্বর ধার্য কৃত থাকবে। প্রতিটি বিভাগে ন্যূনতম ৪০ শতাংশ ও মোট বরাদ্দ নম্বরের উপর ৫০ শতাংশ নম্বর পেলে তবেই ইন্টারভিউ বসার যোগ্যতা অর্জন করবে ভাগ্যবান প্রার্থীরা।

তৃতীয় পর্যায়ের পরীক্ষা : প্রার্থী বাছাই পর্বের তৃতীয় বা শেষ ধাপে প্রার্থীদের ইন্টারভিউ এর মুখোমুখি হতে হবে। ইন্টারভিউ এর জন্য বরাদ্দ নম্বর রাখা হয়েছে ১০০; এই পর্বে সফলভাবে উত্তীর্ণ প্রার্থীরা চূড়ান্ত মেধাতালিকায় ঠাঁই পাবে।

Calcutta High Court LDA Recruitment 2024:আবেদন পদ্ধতি

আবেদন গ্রহণ করা হবে অনলাইনে। আগ্রহী প্রার্থীরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারবে। কিভাবে দরখাস্ত জমা করবেন চটজলদি দেখে নিন–

১) আবেদন করার জন্য যেকোনো ওয়েব ব্রাউজার মারফত প্রথমে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করুন। সাইটটি হল https://www.calcuttahighcourt.gov.In/

২) এরপর স্ক্রিনে ওয়েবসাইটের হোম পেজে সংশ্লিষ্ট পদের জন্য আবেদনের অনলাইন লিঙ্ক খুঁজে বের করুন এবং লিংকটিতে ক্লিক করুন।

৩) ক্লিক করলে একটি নতুন উইন্ডো ওপেন হবে। সেখানে নিজের ভ্যালিড মোবাইল নম্বর সহ ইমেল আইডি প্রদান করে রেজিস্ট্রেশন করার কাজ সম্পন্ন করুন।

৪) রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করার সাথে সাথে প্রার্থী সিস্টেম মারফত স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড প্রাপ্ত হবে। এই দুটি ইনপুট দ্বারা অ্যাপ্লিকেশন পোর্টালে লগইন করুন।

৫) লগইন করার কাজ সফলভাবে সম্পন্ন হলে সম্পূর্ণ আবেদন পত্রটি কম্পিউটার-স্ক্রিনে প্রার্থীর সামনে উন্মোচিত হবে। সেখানে নিজের নাম, অভিভাবক, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জন্ম তারিখ ও অন্যান্য প্রয়োজনীয় ইনপুটগুলি প্রদান করুন।

৬) এরপর নিজের সই ও প্রার্থীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবির স্ক্যানড্ কপিসহ অন্যান্য নথিপত্র পদ্ধতিগতভাবে আপলোড করুন।

৭) আবেদন পত্রের সমস্ত জায়গা সঠিকভাবে পূরণ হয়েছে কিনা তা ‘প্রিভিউ’ বাটন দ্বারা একবার চোখ বুলিয়ে নিন। সবশেষে আবেদনের জন্য নির্ধারিত আবেদনমূল্য প্রদান করুন।

৮) সবশেষে সাবমিট বাটন ক্লিক করুন। তাহলেই আপনার রেজিস্ট্রেশন করার কাজ সফল হবে সম্পন্ন হবে।

Calcutta High Court LDA Recruitment 2024:আবেদন মূল্য

লোয়ার ডিভিশন সহায়ক পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের আবেদন মূল্য বাবদ দিতে হবে ৮০০ টাকা। তবে পশ্চিমবঙ্গে বসবাসকারী তপশিলি জাতি/ উপজাতিভুক্ত প্রার্থীদের আবেদনমূল্যের উপর ছাড় ঘোষণা করা হয়েছে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে ৪০০ টাকা। আবেদন মূল্য জমা করতে হবে অনলাইনে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং সহ অন্যান্য যেকোনো অনলাইন পেমেন্ট গেটওয়ে মারফত আবেদন মূল্য বাবদ নির্ধারিত অর্থরাশি জমা করা যাবে। উল্লেখ্য, প্রদেয় আবেদন ফি কিন্তু ফেরতযোগ্য নহে।

Calcutta High Court LDA Recruitment 2024: গুরুত্বপূর্ণ তারিখসমূহ

৫ই আগস্ট ২০২৪ তারিখ থেকে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার কাজ শুরু হবে। দরখাস্ত জমা করা যাবে ২৬ শে আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত। যদিও পরীক্ষা গ্রহণের তারিখ সম্পর্কে নিয়োগকারী কর্তৃপক্ষের তরফে এখনো কিছু জানানো হয়নি। তবে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আমাদের আগামী পর্বে প্রকাশিত প্রতিবেদন দ্বারা প্রার্থীরা অবগত হতে পারবেন।

Calcutta High Court LDA Recruitment 2024:বেতন কাঠামো

সংশ্লিষ্ট পদে নিয়োগের পর প্রার্থী রাজ্য সরকারের আওতায় একজন চাকুরিজীবী হিসাবে সরকারি নিয়ম মোতাবেক মাসিক বেতন প্রাপ্ত হবেন। মূল বেতন বা বেসিক পে-র সাথে মহার্ঘ ভাতা, বাড়িভাড়া বাবদ ভাতা, গ্রাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, মেডিক্লেম সহ আরো অনেক আর্থিক সুযোগ-সুবিধা সরকারি তরফে পাওয়া যাবে। ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা এই সীমার মধ্যে প্রার্থীর মাসিক বেতন নির্ধারিত হবে। চাকরির শুরুতে প্রারম্ভিক বেতন হিসাবে একজন প্রার্থী ২৪,১০০ টাকা অর্থমূল্য হাতে পাবে।

Leave a Reply